দ্যা ক্যাডার, বি.সি.এস পরিক্ষা প্রস্তুতি কৌশল গাইড, শুরু থেকে শেষ, বই খানা সবচেয়ে বেশি কাজে দেবে অনার্স ও মাস্টার্স শ্রেনীর শিক্ষার্থীদের কারন তারা যদি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার দু তিন বছর আগেই বইটি পড়তে পারে তবে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার আগেই তারা বিসিএস এ বা ব্যাংকে বা প্রথম শ্রেণীর সরকারী যেকোন একটি চাকুরিতে নিয়োগ পেতে পারবে বলে আমি বিশ্বাস করি।
দ্যা ক্যাডার বইটিতে লেখক চাকুরি প্রার্থিদের অনেক মনস্তাত্বিক সম্যার বৈজ্ঞানিক ও পরিক্ষিত সমাধানের কথা লেখক লিখেছেন। কি ভাবে বিষয়ভিত্তিক সিলেবাস এনালাইসিস করতে হয়, সমায়ের অপচায় কমাতে হয়, সিস্টেম লস কমাতে হয়, অধ্যায়নের জন্য সঠিক বইটি সংগ্রহ করতে হয় এবং অপ্রত্যাশিত ও প্রতিকূল পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করতে হয় দ্যা ক্যাডার এপস্ টি তে বিস্তারিত ভাবে লেখক বর্ণনা করেছেন।