বহিঃদেশে "আটোমোবাইল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং" এর পরিচিতি এবং বাস্তব ব্যবহারের ছড়াছড়ি। সেই অনুযায়ী বাংলাদেশে "আটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অটো মেকানিক্স" এর চাহিদা আশানুরূপ থাকলেও,
পিছিয়ে আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অটো মেকানিক্স শিক্ষা নিয়ে।
আমাদের পিছিয়ে থাকার পিছনে, বিভিন্ন কারণে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
০১। অটোমোবাইল এবং মেকানিক্স সম্পর্কে অজ্ঞাতা।
০২। সহজে ইঞ্জিন মেরামত করণ পদ্ধতি সম্পর্কে ধারণাহীন।
০৩। মোটরযানের দৈনিক, মাসিক এবং বাৎসরিক রক্ষণাবেক্ষণ না করা।
০৪। বিভিন্ন ইঞ্জিন পার্টসগুলোর সঠিক নাম ও ব্যবহার সম্পর্কে ভালো ধরণা না থাকা।
০৫। পর্যাপ্ত পরিমাণে অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং অটোমেকানিক্স এর উপর বাংলা ভাষায় লিখিত বই কিংবা রিসোর্স না থাকা। "অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বই" বাংলাতে পাওয়া খুবই দুষ্কর।
এমনকি আমার দেখা, আপনাদের সবার প্রিয় "গুগল প্লে স্টোরে" পর্যন্ত বিভিন্ন সেক্টরে লক্ষ লক্ষ অ্যাপস্ থাকার সত্ত্বেও অটোমোবাইল এবং অটোমেকানিক্স উপর বাংলা ভাষায় কোন অ্যাপস্ খুঁজে পাই নাই।
সেই ধারাবাহিকতায়, সকল অজ্ঞাতা, অনীহা, কমতি এবং ধারণাকে পাশকাটিয়ে, দক্ষতার সহীত বহিঃবিশ্বের সাথে তালে তালমিলিয়ে আমাদের দেশের "অটোমোবাইল এবং অটো মেকানিক্স" সেক্টরের বহিঃপ্রকাশ ঘটাতে, আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বাংলা ভাষায় "অটোমোবাইল ইঞ্জিনিয়ার" অ্যাপস্।
যা যা পাবেন এই অ্যাপসে্ঃ
০১। মোটরযানের পরিচিতি। মোটরযান কী কী বিষয় নিয়ে গঠিত।
০২। ইঞ্জিনের সকল পার্টসের নাম এবং ব্যবহার।
০৩। বিভিন্ন প্রকার ইঞ্জিনের বিস্তারিত আলোচনা। যেমনঃ পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন।
০৪। একটি মোটরযানের বিভিন্ন সিস্টেম গুলো এবং সিস্টেমের বিভিন্ন পার্টসগুলোর নাম। যেমনঃ একটি মোটরযানের ফুয়েল সিস্টেম কিংবা এয়ার ইনটেক সিস্টেম কী? এবং সেই সিস্টেমে কী পার্টস আছে?।
০৫। ইঞ্জিন কিভাবে কাজ করে, তা নিয়ে সম্যক ধারণা। যেমনঃ ৪টি স্ট্রোকঃ সাকশান, কম্প্রেশন, পওয়ার এবং এগজস্ট, কিভাবে সম্পাদন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা।
০৬। মোটরযানের দৈনিক কী কী রক্ষণাবেক্ষণ করতে হয়, এবং রক্ষাণাবেক্ষণের জন্য কী কী যন্ত্রপাতির প্রয়োজন পড়ে তা নিয়ে আলোচনা।
০৭। মোটরযানের সাধারণ মেরামত গুলো কিভাবে করতে হয়, তা নিয়ে ধারণা।
Outside of the Banglades, has a very positive impression and lots of practical uses about "Automobile and Automachanics". Accordingly,
The demand for "automobile engineering and auto mechanics" in Bangladesh is as expected. But we are backward in the education of automobile engineering and auto mechanics.
There are various reasons behind our backwardness. Notable among them are:
01. Ignorance about automobiles and mechanics.
02. Unaware of how to easily repair an engine.
03. Not doing daily, monthly, and yearly maintenance of motor vehicles.
04. Not having a good idea about the correct names and uses of different engine parts.
05. Lack of adequate books or resources written in Bengali on Automobile Engineers and Auto mechanics.
"Automobile Engineering Book" is very difficult to find in Bengali.
Even though I have seen millions of apps in various sectors up to your favorite "Google Play Store",
I could not find any apps in Bengali on "automobiles and auto mechanics".
In that continuity, by overcoming all ignorance, reluctance, shortcomings and ideas, take a place with the outside countries with efficiency,
we have brought "Automobile Engineering" apps in full Bengali language for you to bring out the "Automobile and Auto Mechanics" sector of our country.
What will you get from this app:
01. Introduction to motor vehicles. What do motor vehicles consist of?
02. Names and uses of all engine parts.
03. Detailed discussion of different types of engines. Such as the petrol engine and diesel engine.
04. The names of the different systems of a motor vehicle and the different parts of the system. For example: What is the fuel system or air intake system of a motor vehicle? And what are the parts in that system ?.
05. A thorough idea of how the engine works. For example 4 strokes: suction, compression, power, and exhaust, detailed discussion on how to perform.
07. Discuss the daily maintenance of motor vehicles, and the equipment required for maintenance.
07. Ideas on how to do general motor vehicle repairs.