বর্তমান যুগ হল কম্পিউটারের যুগ কম্পিউটারের সোনার কাঠির ছোঁয়ায় আমাদের জীবন হয়ে উঠেছে মধুর এবং গতিময়। কম্পিউটারকে বাদ দিয়ে আধুনিক জীবন কল্পনাই করা যায় না। সুতরাং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটারের ব্যবহার কৌশল চটজলদি শিখে নেওয়া অত্যন্ত জরুরি। এর ফলে একদিকে বর্তমান ছাত্রসমাজ যেমন কম্পিউটার শিক্ষায় পারর্দশী হয়ে উঠেবে, অন্যদিকে তেমনি এরাই হয়ে উঠবে ভবিষ্যতের দক্ষ কারিগর প্রযুক্তিবিদ।
যাতে বাংলার প্রতিটা ছাত্র-ছাত্রী কম্পিউটার শিক্ষায় যথেষ্ট পারদর্শী হয়ে উঠেতে সে কথা মাথায় রেখে প্রকাশিত হল আমাদের এই “কম্পিউটার গাইডেন্স” বইটি। কেবল ছাত্র-ছাত্রীদের জন্যই যেকোনো কম্পিউটার শিক্ষায় আগ্রহী ব্যাক্তির কাছে ব্যাবহারিক প্রয়োজনে কাজে লাগবে।
পরিশেষে বলি, যাদের কথা ভেবে বইটি লেখা হয়েছে – সেই প্রিয় কম্পিউটার প্রেমীদের বইটি ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব ।