শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালা অ্যাপটিতে শিশুদের মোবাইলে আসক্ত করানোর নয় বরং তাদের ধৈর্য্য ও মনযোগ বৃদ্ধি করে বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শেখানোর দিকে লক্ষ্য রাখা হয়েছে।
শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালায় গ্রাফিক্স অথবা এনিমেশনের চেয়ে বেশি মনোযোগ দিতে চেষ্টা করা হয়েছে উচ্চারণের দিকে। বাংলা পৃথিবীতে অষ্টম ভাষা কিন্তু আমরা বেশিরভাগ বাংলা বর্ণমালার শুরুতেই ভুল উচ্চারণ করি। প্রথম দুটো স্বরবর্ণ স্বরেয়, স্বরেয়া নয়। স্বর অ, স্ব আ। তেমনি রশ্শি, দিরঘোই নয়। হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি। আমরা সচেতন না হলে প্রজন্মের পর প্রজন্ম ভুল উচ্চারণ শিখতে শিখতে একসময় প্রকৃত উচ্চারণটিই হয়তো হারিয়ে যাবে। তাই মূর্ধন্য না বলে অভ্যাস করতে হবে মূর্ধন্য ন বলার, তাবিবিশ্য না বলে তালব্য শ বলার, উমো না বলে অভ্যাস করতে হবে ... বিস্তারিত এ্যাপে আছে :-) এই অ্যাপটাতে কোন বিজ্ঞাপন ব্যবহার করা হয়নি এবং কখনো ব্যবহার করা হবেনা। এটা কেবলই শিশুদের বাংলা বর্ণমালা ও শুদ্ধ উচ্চারণ অভ্যাসের জন্য কিশোরগঞ্জের পক্ষ থেকে উৎসর্গকৃত।
শিশুরা যেন মনোযোগ ধরে রাখতে উৎসাহিত হয় সেজন্য শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালায় অনুশীলনের ব্যবস্থাও করা হয়েছে। এদেশের অন্যান্য অ্যাপগুলোর ডিজাইন খুব সুন্দর। দু' একটিতে উচ্চারণের দূর্বলতা বিষয়টি লক্ষ্য করে নিতান্তই শখ করে এটা বানানো ... এটারও যে সব উচ্চারণ শুদ্ধ তা অবশ্যই নয়। এটা আসলে একজন আলোকবর্তিকাকে দেখানোর জন্য, যদি তিনি কিছু বলেন তাহলে পরের সংস্করণ নিশ্চয়ই আরো অনেক উন্নত হয়ে প্রকাশিত হবে।
সুশিক্ষায় সবকিছুতে প্রশ্ন উদ্ভাসিত হোক, শিশুদের উচ্চারণ সঠিক হোক, সবাই শুদ্ধ উচ্চারণে বাংলা বর্ণমালায় অভ্যস্ত হোক সেই সুদিনের প্রত্যাশায় ...
কৃতজ্ঞতা : MIT App Inventor, CodePen.io, CS50 এবং David J. Malan