প্রথমেই সম্পানিত ভিউয়ারদের দৃষ্টি আকর্ষন করছি। এই অ্যাপসটি তৈরি করা হয়েছে মূলত যাহারা পিঠা তৈরি করতে আগ্রহী কিন্তু পারছেন না তাদের জন্য রয়েছে চমক। আপনি বিভিন্ন পিঠা তৈরি করতে আগ্রহী হলে নিশ্চই এই অ্যাপসটি আপনার জন্য ।
কি কি পিঠা তৈরি করতে সক্ষম হবেন ?
গোলাপফুল পিঠা, সুন্দরী পাকান পিঠা, তেলেভাজা পিঠা অথবা পাকান পিঠা, গাজর কপি পাটিসাপটা, চিংড়িমাছের নোনতা পাটিসাপটা, নারকেলের তিল পুলি, ঝাল কুলি, দুধ চিতুই, শাহি ভাপা পিঠা, চুঙ্গাপিঠা, পাতা পিঠা, মুখশলা পিঠা, ফুলঝুরি পিঠা, . শাহী গোলাপ, ফুলকপির পায়েস, কুশলী পিঠা সহ ১০০ পিঠা তৈরির সহজ রেসিপি । তাই এখনই অ্যাপসটি সংগ্রহ করুন এবং তৈরি করতে থাকুন মনের মতো শীতের পিঠা । ধন্যবাদ সবাইকে ।