২০১৩ সালে ৬ মার্চ তখনকার স্বল্প অভিজ্ঞতা নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন সারথীদের স্বপ্ন পূরণের মতো অনেক বড় এবং মহান দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা শুরু হয় আমার Medical Admission Batch পড়ানোর জার্নি। শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য নিজেকে সবসময় প্রস্তুত করতে সম্ভাব্য সবকিছুতে যুক্ত রাখার চেষ্টা সে তখন থেকেই ছিলো। যেমন - যেকোনো পড়া নিজে পড়ে, Ready করে, পড়ানোর জন্য প্রতিনিয়ত প্রস্তুতি নেয়া, আবার এতগুলো শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিকভাবে একটা Management System এ এনে, সুন্দরভাবে সেবা দিয়ে, তাদের স্বপ্ন পূরণ সহজ করার জন্য আমি এই শহরের প্রায় সব স্বনামধন্য কোচিংয়ে ক্লাস নিয়ে নিজেকে যুক্ত রেখে অনেককিছু শিখার চেষ্টা করতাম এবং আলহামদুলিল্লাহ অনেককিছু শিখেছি।
প্রথমদিকে, রিজভী স্যার মেডিকেল এডমিশন নাম দিয়ে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, তখনকার অভিজ্ঞতার বিচারে হয়তো অনেকে গ্রহণ করেছে আবার অনেক সময় অনেকে গ্রহণ করেনি। কিন্তু আমার প্রচেষ্টা কখনো থামিয়ে রাখিনি। চলতে চলতে সময়ের আবর্তনে আমি নিজেই একদিকে ডাক্তারি পাশ করে যখন প্রতিষ্ঠানের নাম Dr. Rizvy’s Medical Project নামে আত্মপ্রকাশ হচ্ছিলো ততক্ষণে আমার পড়ানোর ধরণ, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রেখে স্বপ্ন বাঁচিয়ে রাখার মতো Motivation কিংবা অহরহ শিক্ষার্থী Medical-এ চান্স হয়ে প্রতিষ্ঠানের কলেবর অনেকটা বড় হয়ে গিয়েছে।
আমার প্রতিষ্ঠান অনেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে আজকের এই সময়ে আরও অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার পিছনে যে Result গুলো তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো - ২০১৯ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশে ১৩০তম হওয়া তাসকিন, ২০২০ সালে সারাদেশে ৪৫তম হওয়া আজিজ, ২০২১ সালে সারাদেশে ৩১তম হওয়া সাদ, ২০২২ সালে সারাদেশে ৬৮তম হওয়া নীলান্ত। ২০২৩ সালে এসে যে Result গুলো আমার প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে - সারাদেশে Medical ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৩য় স্থান যা চট্টগ্রাম থেকে চান্সপ্রাপ্তদের মধ্যে ১ম স্থান অর্জন করা আহমেদ আব্দুল্লাহ জামি। তার সাথে আফরোজা সুলতানা মনি আর এহসানুল করিম এহসান এর জাতীয় মেধায় শীর্ষে স্থান করে নেয়া। অন্যদিকে ২০২৪ সালে সানজিদ এর শীর্ষ রেজাল্ট যেমন আমার প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা, একইভাবে মেহসান, ইস্পাদের রেজাল্ট আমার প্রতিষ্ঠানকে যোজন যোজন এগিয়ে দিয়েছে। এসব রেজাল্টের পাশাপাশি আমার শতশত শিক্ষার্থী যারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত কিংবা ইতিমধ্যে ডাক্তারি পাশ করে নিজের নামের আগে ডাক্তার যুক্ত করেছে তাদের কারণেই আজকের আমি এই ডাক্তার রিজভী স্যার।
হাজার হাজার শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা আর একজন শিক্ষার্থীকে ডাক্তারির মতো মহান পেশায় নিয়ে যেতে অভিভাবকদের যে স্বপ্ন এবং সে স্বপ্ন পূরণের পিছনে অভিভাবকদের নিরলস প্রচেষ্টা, আমার প্রতি অবিচল আস্থা, সর্বোপরি অসংখ্য শিক্ষার্থীদের আগ্রহের কথা মাথায় রেখে আমার সেই Dr. Rizvy’s Medical Project স্বল্প পরিসর থেকে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করি। একই সাথে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার অভিজ্ঞতা, আন্তরিকতা কাজে লাগিয়ে অনেক শিক্ষার্থী একদিন ডাক্তার হবে, মানুষকে সেবা করার মতো মহান পেশায় নিযুক্ত থাকবে এ কথা ভাবনায় আসলেও, আরও অনেক বেশি শিক্ষার্থীকে উপকার করার ইচ্ছা থেকে আমার প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার তাড়না বোধ করি।
সেই তাড়না থেকে সময়ের চাহিদায়, শুভাকাঙ্খীদের প্রয়োজনে ২০২৫ সালে এসে বিগত প্রায় ১২ বছরের অর্জিত অভিজ্ঞতা নিয়ে বৃহৎ পরিসরে নতুন নামে যাত্রা শুরু করতে যাচ্ছি। নতুন নাম MEDIBOSS. এটি একটি বিশেষায়িত Medical Admission Coaching যা সপ্তাহে ৭ দিনে ৭ দিন সেবা দিয়ে শিক্ষার্থীর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সুদৃষ্টিতে MEDIBOSS দৃশ্যমান থাকুক সারাক্ষণ, আপনাদের সহযোগিতায় MEDIBOSS বেঁচে থাকুক আজীবন, আপনাদের দোয়ায় MEDIBOSS ছাড়িয়ে যাক আগের সব সাফল্যকে, আপনাদের মুখে করা সুনামে MEDIBOSS সুবাসিত হোক প্রতিক্ষণ। সর্বশেষ একটাই প্রত্যাশা, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় Medical এর মতো মহান পেশায় যুক্ত হতে যাওয়া আগামীর জাতির সূর্য সন্তানদের মহান পথে প্রস্তুতির যাত্রাকালে আমার অভিজ্ঞতা কিছুটা হলেও শেয়ার করে তাদের বিজয়োল্লাসে আমিও বিজয়ী হবো ইনশা-আল্লাহ।