আসসালামু আলাইকুম। মুসলিম ভাই ও বোনেরা! আমারা সকলেই জানি ক্ষণস্থায়ী এ পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে। আর পরকালই আমাদের একমাত্র ঠিকানা। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তবে জান্নাত পেতে হলে অবশ্যয়ই আমাদেরকে মহান প্রভুর হুকুম আহকাম মেনে চলতে হবে। পাশা-পাশি বেশি বেশি আল্লাহ তায়ালার জিকির করতে হবে।
কেননা আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন-মানুষ যখন আল্লাহর যিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান তার নিকট থেকে আরো নিকটবর্তি হয়ে যায়। আর শয়তানই আমাদের চির শত্রু যে মানুষকে ধোকা দিয়ে খারাপ কাজে লিপ্ত করাতে চায় এবং তাকে জাহান্নামের অধিবাসী বানাতে চায়।
তাই শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পেতে সার্বক্ষনিক আমাদের জবানে ও হৃদয়ে আল্লাহর জিকির জারি রাখার চেষ্টা করতে হবে। আমরা সারাদিন অপ্রয়োজনীয় কত কথাবার্তা বলে থাকি বাজে চিন্তা ও কল্পনায় লিপ্ত থাকি; সেগুলো পরিহার করে মুখে আল্লাহর জিকির চালু করতে পারলে ইন-শা-আল্লাহ-তবেই আমরা আমাদের আসল ঠিাকানা জান্নাতের আশা করতে পারি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন-আমিন।
আ্যাপটিতে যা যা রয়েছে-
১. জিকিরের আভিধানিক ও পারিভাষিক অর্থ
২. বিভিন্ন অর্থে জিকির শব্দের ব্যাবহার
৩. জিকিরের ফজিলত সম্পর্কিত কুরআনের আয়াত সমূহ
৪. জিকিরের ফজিলত সম্পর্কিত হাদীস সমূহ
৫. জিকিরের প্রকারভেদ
৬. যেভাবে জিকির করলে পরিপূর্ণতা পাবে মুমিন
৭. আল্লাহ জিকিরের সুফল
৮. সকাল সন্ধ্যার যিকির
৯. সহজ ১০টি জিকির, যার প্রতিদান সরাসরি জান্নাত
১০. জিকিরের ১০০ টিরও বেশি উপকারিতা। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে।
আশা করি এ এ্যাপটির দ্বারা একজন মুসলিমের জীবন সুন্দর হয়ে যাবে যদি আমল করতে পারে তাহলে জান্নাত তার অতি নিকটে এসে যাবে। ভালো লাগলে অবশ্যয়ই ৫* রেটিং দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ........