আসসালমু আলাইকুম।
বন্ধুগন আপনারা যাহারা কম্পিউটার অফিস প্রোগ্রমিং এর কাজ শিখছেন বা শেখার ইচ্ছা আছে তাহাদের জন্য আমাদের এই এ্যাপটি তৈরী করা হয়েছে। আপনারা জানেন যে বাংলা টাইপ করার একমাত্র জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্চে বিজয় বা বিজয়-৫২। এবং অভ্র এর ইউনি বিজয়।
এ দুটি সফটওয়্যার দিয়ে প্রায় একই নিয়মে বাংলা লেখা যায়। তাই যাহারা বাংলা টাইপ শিখতে চান। দেরি না করে আমাদের এ্যাপটি ডাউনলোড করে আজই প্রাকটিস শুরু করুন।
তাছাড়া যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা আপনার এন্ড্রয়েড বা স্মার্ট ফোনে কম্পিউটার কি-বোর্ড লাগিয়েও টাইপ শিখতে পারেন বা প্রাকটিস করতে পারেন। কিভাবে মোবাইলে কি-বোর্ড দিয়ে টাইপিং শিখবেন এ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে চাইলে সেখান থেকে হেল্প নিতে পারেন। নিচে চ্যানেল লিংক দেয়া হল- ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
ইউটিউব ভিডিও লিংক- https://youtu.be/xk6YeZcgGmU
চ্যানেল লিংক- https://www.youtube.com/channel/UCZfAw8kU-TMLKpWQRQETOjw
আমাদের এ্যাপটি ভালো লাগলে অবশ্যয়ই আপনাদের মূল্যবান কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।