মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নকে পুরন করতে কঠোর পরিশ্রম করে কখনও আবার প্রবাসে পারি জমায় যেখানে থাকে না না রকম কষ্ট ও বেথা ভরা জীবন। আজ আমাদের এই কষ্টে ভরা প্রবাসে আমরা সেই রকম কিছু প্রবাসীদের কষ্টের কাহিনী নিয়ে হাজির হয়েছে যা দেখলে আমরা বুক কেপে উঠবে। প্রবাস জীবন সত্যিই বড় কষ্টের নানা রকম কাহিনী এবং জটিলতার কারনে জীবন হয়ে উঠে বিষময়। আপনাদের কাছে শুনে ভাল লাগবে যে আমাদের উল্লেখিত প্রত্তেখতি কষ্টের কাহিনী প্রবাসী ভাই বোনদের বাস্তব সাক্ষাৎকার এঁর ভিত্তিতে করেছি।