আল্লাহ তায়ালা তার বান্ধার জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন,এর পাশাপাশি বান্ধা আল্লাহর অধিক নৈকট্য লাভ করার জন্য দিয়েছেন কিছু নফল নামাজ এর মধ্যে উল্লেখ যোগ্য হলো সালাতুল তাসবিহ নামাজ।
নফল নামাজ এর মধ্যে বেশ কিছু নামাজ রয়েছে যে গুলি পড়লে বেশ ফজিলত যেম তাহাজ্জুদ নামাজ, সালাতিল হাজত, সালাতুল তাসবিহ নামাজ।
বিশেষ করে আমরা এই অ্যাপে সালাতুল তাসবিহ নামাজ পড়ার নিয়ম গুলো তুলে ধরেছি। যাতে আপনারা উপকৃত হতে পারন।
নফল নামাজের মধ্য অন্যতম নামাজ হলো সালাতুল তাসবীহ, এ নামাজ দৈনিক একবার, সপ্তাহে এক বার, মাসে এক বার, বছরে এক বার অথবা জীবনে এক বার পড়তে হয়,এর অনেক ফজিলত আছে তার মধ্য অন্যমত বুজিয়া না বুজিয়া বড় বড় ৪০ টি গুনাহ মাপ হয়,
বিঃদ্রঃ- পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করলে নফল ইবাদত করে লাভ হবে না কারণ ফরজ বাধ্যতা মূলক যা পড়তেই হবে নফল না পড়লেও কোন ক্ষতি না পড়লে লাভ।