‘আমার আরবি অভিধান’র বৈশিষ্ট্যাবলি
(১) অভিধানটির পেইড ভার্সন সম্পূর্ণ অ্যাড-ফ্রি তথা বিজ্ঞাপনমুক্ত। এতে গুগল অ্যাডসেন্সের কোনো বিরক্তিকর বা অশ্লীল বিজ্ঞাপন আসবে না। ব্যবসায়িক মনোভাব থেকে নয়; আরবি ভাষার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কিছু করার ভাবনা থেকে এই অভিধানটি সংকলন করা হয়েছে। প্রকল্পটির নিয়মতান্ত্রিক কাজ চালিয়ে নেয়ার জন্য খরচ বাবদ কিছু ফি নেয়া হয়। ইউজারকে অনলাইনের অশ্লীল বা বিরক্তিকর বিজ্ঞাপন থেকে দূরে রাখতে আমরা অ্যাপে ‘অ্যাড’ যুক্ত করিনি। তাই রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক অ্যাপটি ব্যবহার করতে হয়।
(২) একাধিক আরবি-আরবি, আরবি-ইংরেজি, ইংরেজি-আরবি ও আরবি-উর্দূ, উর্দূ-আরবি অভিধানের উল্লেখযোগ্য অংশের অনুবাদ-সংকলন।
(৩) আরবি ভাষার একঝাঁক দক্ষ ও বিজ্ঞ শিক্ষক, গবেষক ও সাহিত্যিকের যৌথ সংকলন ও সম্পাদনা।
(৪) বিভিন্ন ভাষার নির্ভরযোগ্য ও দুর্লভ অভিধান ও শব্দকোষ থেকে তথ্য-উপাত্ত আহরণ।
(৫) প্রতিটি শব্দের অর্থ ও প্রয়োগে থাকছে অর্থসহ কুরআনের আয়াত, হাদিসের মতন ও প্রসিদ্ধ কবি-সাহিত্যিকদের উক্তির সন্নিবেশ।
(৬) একাধিক সমার্থক ও বিপরীতার্থক শব্দের সংযোজন। রয়েছে ‘কুরআনের শব্দ, আরবি প্রবাদ-প্রবচন ও আরবি ব্যাকরণের পরিভাষা’ খোঁজার আলাদা আলাদা সার্চবক্স।
(৭) অভিধানটির সফটকপি সহজলভ্য, সুলভমূল্য এবং সহজভাবে ব্যবহারযোগ্য। গুগল প্লে স্টোর ও অভিধানের ওয়েবসাইট থেকে সহজে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা যায়।
(৮) নিত্যনতুন শব্দ ও ব্যবহার সংযোজনের মাধ্যমে সার্বক্ষণিক আপডেট।
(৯) ভার্চুয়াল আরবি কীবোর্ড সংযোজন। যাদের পিসিতে বা মোবাইলে আরবি কীবোর্ড সেটিং নেই, তারা সার্চবারের পাশের ‘আরবি কীবোর্ড’ ব্যবহার করে সহজে আরবি টাইপ করতে পারবেন।
(১০) সার্চকৃত শব্দের কাছাকাছি এক/একাধিক শব্দ সাজেশনরূপে প্রদর্শনের ব্যবস্থা। এই অপশনের মাধ্যমে ব্যবহারকারী কোনো শব্দ সার্চ করার সময় ওই শব্দের কাছাকাছি কোনো শব্দ থাকলে সেটা/সেগুলো সার্চবারের নিচে দেখতে পাবেন। ফলে কাঙ্ক্ষিত শব্দের ওপর ক্লিক করলে বিস্তারিত প্রদর্শিত হবে।
(১১) নেভিগেশন বারের ‘সার্চকৃত শব্দের তালিকা, নির্বাচিত শব্দের তালিকা এবং আরবি শেখার বই (pdf) আরবি ভাষাবিষয়ক লেখা’ -সেকশনগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ।
(১২) একই ইমেইল-পাসওয়ার্ড দিয়ে অভিধানের অ্যান্ড্রয়েড অ্যাপ (ওয়ান ডিভাইস) ও উইন্ডোজ অ্যাপে (প্রক্রিয়াধীন) লগইন করা যাবে।