খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। যুগ যুগ ধরে খনার বচন লোক মুখে প্রচলিত হয়ে আসছে। বিশেষত গ্রাম বাংলার লোকেদের মুখে আজও খনার বচন শোনা যায়। খনার বচন, ছড়া বাংলা সংস্কৃতির একটি চরম ঐতিহ্য। খনার বচন আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হয়। তবে এটা নিয়ে অনেক মতভেদ আছে। লোকমুখে শোনাযায়, খনার আদি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলাত্র বারাসত মহকুমার দেউলিয়া গ্রামে । বলা হয়, তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের একজন ছিলেন।
আমাদের এই অ্যাপটিতে খনা কে? খনার বচনের গুরুত্ব এছাড়াও বহুল প্রচলিত অজস্র খনার বচন অর্থ সহ উল্লেখ করা হয়েছে। আশাকরি আপনারা এই অ্যাপটি পড়ে খনা ও তার বচন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
খনার প্রতিটা বচনেই গভীর অর্থ ও তাৎপর্য রয়েছে।