কমবেশি আমরা অনেকেই সেলাই মেশিনের সাথে পরিচিত। অনেকের বাসায় সেলাই মেশিন থাকতেও পারে। যেগুলো আমরা বেশি দেখি সেগুলো বেশিরভাগই ‘লক স্টিচ’ সুইং মেশিন। টিটিতে ফ্যাশন ডিজাইন বা গার্মেন্টস সেকশনের কোন রিডার আছে কিনা জানা নেই, তবে আমার আগ্রহ ছিলো এই মেশিন দুইটা সুতা দিয়ে কিভাবে সেলাই করে সে সম্পর্কে জানার। যাই হোক-যা জানলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি।