সহীহ বুখারী একটি প্রসিদ্ধ হাদীস বিষয়ক গ্রন্থ। এটির পূর্ণ নাম আল-জামি আস-সহীহ আল-মুসনাদু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতে, এই কিতাবটি কুতুব আস-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান যে ছয়টি গ্রন্থ রয়েছে তার মধ্যে অন্যতম। ইমাম বুখারি মুহাম্মাদের বাণীসংবলিত এই গ্রন্থটি সংকলন করেছেন। এই গ্রন্থটিকে ইসলামী বিধি-বিধান বিষয়ে কোরআনের পরে সবচাইতে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়।
সম্পূর্ণ এই হাদিস গ্রন্থটি পাচ্ছেন আমাদের এপ এ। সাথে পাচ্ছেন হাদীসের নামে জালীয়াতি বইটি।