বাংলাদেশের সাংস্কৃতিক জেলা হিসেবে পরিচিত আমাদের সাতক্ষীরা । এই জেলা রয়েছে শত বছরের পুরাতন নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আর এই ঐতিহ্যবাহী জেলাকে সকল মানুষের সামনে তুলে ধরার জন্যই 'আমাদের সাতক্ষীরা' এপটি বানানো হয়েছে। এই এপটি মূলত সাতক্ষীরা জেলার ডিজিটালাইজেশন। এই এপ থেকে সাতক্ষীরা জেলার যাবতীয় সেবা ও তথ্য পাওয়া যাবে। 'আমাদের সাতক্ষীরা' এপটি মূলত কাজ করবে সাতক্ষীরার সাধারণ মানুষের জন্যে।
লাখো মানুষের সেবায়-শ্রমে চলছে আমাদের দৈনন্দিন জীবন। মিস্ত্রি টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ডাক্তার শ্রমিক মজুর কৃষক কর্মী শিক্ষক প্রভৃতি পরিচয় প্রায় 100 পেশা ও শ্রমজীবি মেহনতী মানুষের সেবাই আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও। এমন লাখো মেহনতী মানুষের উপজেলা ভিত্তিক ডিজিটাল হেল্পলাইন সার্ভিস "আমাদের সাতক্ষীরা" ফোন কল, ফেইসবুক পেইজ, মেইল, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট সহ সকল ডিজিটাল মাধ্যমে দৈনন্দিন জরুরী সেবাসমূহ গ্রাহকগণের ডিজিটাল প্লাটফর্ম "আমাদের সাতক্ষীরা"।
আমাদের এপে সেবা দান কারিরা, নিজেদের ইচ্ছে মত তাদের ব্যবসা "আমাদের সাতক্ষীরা" এপে দিতে পারবে। যেমন, গাড়ির ড্রাইভার বা মালিক তার গাড়ির ছবি ড্রাইভারের নাম্বার সহ আরো অনেক তথ্য আমাদের এপে যোগ করাতে পারবে। স্কুল কলেজের লিস্ট, গুরুত্বপূর্ণ অফিস, হোটেল ও রেস্তোরাঁ আরো অনেক তথ্য আপনারা নিজেরাই "আমাদের সাতক্ষীরা" এপে প্রবেস করাতে পারবেন।
@CFs.