1. আবার আসলো বৈশাখ মাস ,
চৈতের অসবানে !
নববর্ষের নতুন হাওয়া,
উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে,
জীবন গড় নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো,
নববর্ষের টানে ।
2. নতুন সকাল ,
নতুন দিন ,
নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছার সাথে,
পাঠালাম তোমায় এই এস এম এস !
শুভ নববর্ষ ।
3. রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
"শুভ পহেলা বৈশাখ"
4. দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদেরপাশে। !!! শুভ নববর্ষ !!
5. পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!