বাংলা ব্যাকরণ গুরুত্ব ও প্রয়োজনীতা অপরিসীম। ব্যাকরণের নিয়ম-কানুন জানা না থাকলেও সাধারণ মানুষের মনোভাব প্রকাশ হয়ত সম্ভব হয়। কিন্তু ভাষার মযর্দা রক্ষা করে বিশুদ্ধরূপে প্রয়োগের জন্য ব্যাকরণের আবশ্যকতা রয়েছে। মনের ভার প্রকাশের জন্য কথা বলা, লেখা, পড়া প্রভৃতি ক্ষেত্রে আবশ্যই বিশদ্ধতা রক্ষা করা প্রয়োজন।
Show More
Show Less
More Information about: বাংলা ব্যাকরণ bangla grammar