সিফাত তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে গেলো। সিফাত এর আগে কখনো যায়নি। রেস্টুরেন্টের ভিতর এক বুড়ো লোকের মূর্তি দেখে সে তার বন্ধুদের জিজ্ঞেস করলো, “ইনি কে? মালিক? কই ইনাকে তো দেখছি না”। সিফাতের কথা শুনে তার বন্ধুরা সবাই একসাথে হেসে উঠলো। তাতে সে একটু লজ্জাই পেয়ে গেলো। বাসায় ফিরে ইন্টারনেট ঘেঁটে বের করলো সেই বুড়োর রহস্য ও পরিচয়। জানতে পারলো এর প্রতিষ্ঠাতা হারল্যান্ড স্যান্ডার্সের জীবনের অবিশ্বাস্য গল্প।