প্রাত্যাহিক এই স্মার্ট যুগে প্রায় সবাই কম বেশী পার্টটাইম জব করেন ছাত্রজীবন থেকে। কেউ কেউ স্টুডেন্ট পড়ায়। যে যে ভাবেই আয় করুক মনে রাখতে হবে প্রতিটা কাজ সমান সম্মানের ও পরিশ্রমের, পারিশ্রমিক যতই হোক না কেন। অনেকেই আছেন যারা গৃহিনী অথবা অধিকাংশ সময়ে বাড়িতে থাকেন। ছাত্র ছাত্রীরাও পরীক্ষ শেষ হলে ছুটিটা বাসায় কাটায়। আবার হয়তোবা ক্লাস ছাড়া বাকি সময়টাতে আপনি বাসায় থাকেন।