ছাত্রজীবন হলো এমনই এক সময়, যে সময়ে মাথার মধ্যে নানান ধরণের চিন্তা কিলবিল করতে থাকে। চিন্তাগুলোর বেশিরভাগই হয় অন্যদের থেকে একটু আলাদা, অন্যদের চোখে অনেকটুকু উদ্ভট। আসলে এই সময়টাতে আমরা বেশ দ্বিধাগ্রস্ত থাকি, নিজেরাও বুঝতে পারি না যে কী করবো, না করবো।
আমাদের মধ্যে এমন অনেকেই আছে, যারা একটু ভালো আঁকতে পারে, খুব সুন্দর ডেকোরেশনের কাজ পারে, কেউ বা অনেক ভাল এডিটিং-এর কাজ পারে। কিশোর থেকে শুরু করে তরুণ, সবাই চায় নিজেদের প্রতিভাগুলো সকলের সামনে তুলে ধরতে। সবাই চায় কারো অধীনে কাজ না করে নিজে থেকে নতুন কিছু করতে। কেউ বা আরো একধাপ এগিয়ে এই সব প্রতিভাগুলোকে ব্যবসায়িক রূপ দিতে চায়। তবে সবাই যে নতুনত্ব আনতে পারে, তা নয়। কেউ শুরুতেই হাল ছেড়ে দেয়, কেউ বা তীরে এসে তরী