আমি যখন ৮ম শ্রেণিতে পড়ি তখন আমাদের স্কুলে সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়। আমাদের ক্লাস থেকে আমরা দুই বন্ধু একটি প্রজেক্ট জমা দেয়ার সিদ্ধান্ত নেই। মূল অনুষ্ঠানে শুধুমাত্র একজনই উপস্থাপন করতে পারবে বলে শিক্ষক আমাদের যাচাই করেন। দুজনই আমরা একই কথা বলা সত্ত্বেও শিক্ষক আমার বন্ধুর কথায় খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মনে মনে আমি অনেক ভাবলাম। দুজনই একই কথাই মুখস্থ করে বলেছিলাম, তবে সে বন্ধুটির কথায় এমন কী ছিল যেটি আমার মধ্যে ছিল না?
Show More
Show Less
More Information about: সামাজিক দক্ষতাগুলো জানা আছেতো