বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পরম আরাধ্য মাস পবিত্র রমজান। একমাসের সিয়াম সাধনার মাধ্যমে স্রষ্টার আনুকূল্য লাভ, অন্তরের কালিমা দূরীকরণ, সম্প্রীতি সৌহার্দ্যের চেতনা পুনরুজ্জীবিত করার এক অসামান্য মৌসুম এই মাহে রমজান। সারাদিন সিয়াম সাধনা, ইফতার এবং সেহেরী, তারাবীহর নামাজ- সবমিলিয়ে রমজানের সময়টি আমাদের সাধারণ রুটিনের থেকে অনেক ভিন্ন। তাই এসময় খেয়াল রাখতে হবে পাঁচটি জিনিস, শারীরিক ও মানসিকভাবে রমজানের তাৎপর্য পরিপূর্ণভাবে উপলব্ধি করার জন্য।