আপনি খুব ভাল গান করেন, কিন্তু মানুষের সামনে গাইতে গেলেই কেন যেন গলার সুরটা আর বের হয় না। ভয় লেগে যায়! সকালেই খুব ভালভাবে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিলেন, কিন্তু সবার সামনে গিয়েই হাত-পা কাঁপছে, সব ভুলে যাচ্ছেন। আপনি চেষ্টা করেন, আপনার ভেতর প্রতিভা আছে, আপনার প্রস্তুতিও সবসময় ভাল থাকে।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বাস করে আপনার ভেতরে। একে আমরা ‘ভীতি’ বলি। ছোট ছোট জিনিস থেকে শুরু করে অনেক সময় বড়সড় ইন্টারভিউও নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র ভয়ের জন্য।