চলে এল আর একটা নতুন বছর। কখনো কি ভেবে দেখেছ এই যে এতগুলো বছর চলে গেল, তোমার জীবনের সবগুলো বছরই কি আনন্দময় কিংবা সেরা বছর ছিল? প্রায় সবারই উত্তর আসবে “না”! কেউ বলবে যে বছর আমি এসএসসি তে জিপিএ ৫ পেলাম সে বছরটা ছিল আমার জীবনের সেরা বছর। কেউ বলবে, যে বছর আমি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম সে বছরটা ছিল আমার জীবনের সেরা বছর।