দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া সায়েম যখন প্রথম সিগারেট হাতে নিলো তখন সে মাত্র নবম শ্রেণিতে পড়ে। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় নিতান্ত কৌতুহলের বসেই কাজটা করেছিলো সে। আর তার সাথে বন্ধুদের “আরে কিচ্ছু হবে নাহ!” এই বাক্যটা তাকে বেশ অনুপ্রাণিত করেছিলো। এখন তার বয়স মাত্র আঠারো। যেই বয়সে তার নিজের স্বপ্নের পিছনে দৌড়ানোর কথা ছিলো সে বয়সেই অন্ধকারের দিকে ছুটে চলেছে সে।
সায়েম নামের এই ছেলেটির গল্প আমি সম্পূর্ণ বানিয়ে বললাম। কিন্তু আসলেই কি বানিয়ে বলছি? একটু খেয়াল করে আমাদের চারপাশে এরকম হাজারটা সায়েম তুমি দেখতে পাবে। বিষয়টা অন্তত দুঃখজনক এবং অবাক করার মতন যে আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ এখন মাদকাসক্ত। যাদের মধ্যে বেশিরভাগই ছাত্রাবস্থায় মাদকের সাথে জড়িয়ে যায়। শুরুটা হয় কৌতুহল থেকেই, নয়তো বন্ধুদের প্ররোচনায়। কিন্তু, শেষে পরিণতিটা খুব একটা ভালো হয় না। নেশায় বুঁদ হয়ে ছাত্রজীবনটা নষ্ট হয়, আর তারপর বড় কোন অসুখ বাধিয়ে নষ্ট হয় পুরো জীবনটাই। মাদকের কোন সুফল বলে কিছু নেই। অর্থ, স্বাস্থ্য, সময় অপচয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না তুমি।
কিভাবে তুমি নিজেকে মাদকের এই বিষাক্ত ছোবল থেকে নিজেকে দূরে রাখবে তাই চলো দেখে আসি।