বিখ্যাত জ্ঞানী ব্যক্তিরা সকাল বিকাল রাত কিভাবে কাটান? তারা কি আমাদের মতোই দিন পার করতেন? এগুলো জানার খুব ইচ্ছা কি হয়না আমাদের? দেখুনতো আমাদের প্রাত্যহিক অভ্যাসের সাথে বিখ্যাত ব্যক্তিদের অভ্যাসে মিল পাওয়া যায় কিনা?
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা আগে বলি। প্রতিদিন রুটিন করে ভোর ৫টায় উঠতেন আর সারাদিন কী কী করবেন তার একটি রুটিন বানাতেন। নিউরোলজিস্ট অলিভার স্যাক্সও প্রতিদিন ভোরবেলা ৫টায় ঘুম থেকে উঠে নিজের সকালের নাস্তা নিজেই তৈরি করতেন, সাঁতার কাটতে যেতেন এবং নিজের ব্যক্তিগত সাইকোঅ্যানালিস্টের সাথে পরামর্শ করতেন। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই কাজগুলো সকাল ৯টার আগেই সেরে ফেলতেন। এমনকি ছুটির দিনেও!