আমাদের অধিকাংশেরই একটি সাধারণ সমস্যা, আর সেটি হচ্ছে, জীবনের সবকিছুই কেমন যেন অগোছালো খাপছাড়া মনে হয়। কোন কোন কাজগুলো করা বাকি ছিল তা মনে না থাকা, কাজ করতে ভালো না লাগা, সময় মত কাজ শেষ করতে না পারা, কাজের সময় প্রয়োজনীয় জিনিসটি খুঁজে না পাওয়া ইত্যাদি যেন আমাদের নিত্য-নৈমিত্তিক জীবনের সঙ্গী। যথেষ্ট সুযোগ, সুবিধা এবং সময় থাকা সত্ত্বেও কেন যেন এই সমস্যা গুলো আমাদের পিছু লেগেই থাকে।
তবে কি এই সমস্যা থেকে কোন পরিত্রাণ নেই? পৃথিবীর সকল সমস্যার ই কোন না কোন সমাধান রয়েছে। যেমনটি সমাধান রয়েছে এই সমস্যাগুলোরও। আমাদের আশেপাশেই আমরা কিছু মানুষ দেখতে পাই যারা দিব্যি একটি গোছানো জীবন অতিবাহিত করছেন। তাদের জীবনে যেন উল্লিখিত সমস্যা গুলোর কোন ছোঁয়াই লাগেনি। তাদের প্রতিটি কাজই যেন সুশৃংখল। অন্যরা যে কাজ করতে হিমশিম খায়, তারা যেন কোন ঝুট-ঝামেলা ছাড়াই সে কাজ সঠিক সময়ে সম্পন্ন করে ফেলেন।