আমাদের সবারই কমবেশি একটি কমন অভ্যাস রয়েছে। অভ্যাস না বলে এটিকে আসলে বদঅভ্যাস বলাই ভালো। এটি হলো, সবরকম ব্যর্থতার পেছনে আমরা ভাগ্যকে দায়ী করতে থাকি। পরীক্ষায় ফেল আসলো, বলে বসলাম “ভাগ্যে ছিল না।” বিশ্ববিদ্যালয়ে সুযোগ হলো না, অজুহাত তৈরি “ভাগ্য সহায় হলো না।” চাকুরির ইন্টারভিউতে বাদ হয়ে গেলে, তখনও সেই ভাগ্য বেচারা আসামী হচ্ছে।
সত্যি বলতে কি, সবকিছুতে এভাবে ভাগ্যের দোষ দেবার কোন কারণই নেই। Luck, Fate এগুলো আমাদের জীবনের অংশ বটে, কিন্তু তুমি নিজেই পারো তোমার ভাগ্য বদলাতে। তুমি চাইলেই সাফল্য আসবে, তখন আর ভাগ্যের নাম নিতেও হবে না। নিজের সাফল্য তাই তোমার নিজের কাছেই।
নিজের ভাগ্য নিজেই গড়তে চাইলে কিছু ধাপ ফলো করে দেখতে পারো। আমার নিজের জীবনে এই ধাপগুলো বেশ কাজে লেগেছে, আশা করছি তোমারও অনেক উপকারে আসবে!