ছাত্রছাত্রীদের মধ্যে যত ক্লায়েন্ট আমরা দেখি তার অধিকাংশই ক্যারিয়ার-সম্পর্কিত মানসিক দুরবস্থা নিয়ে আসে। পাস করেছে, চাকরি খুঁজছে— এদের সংখ্যাটাও কম নয়। ক্যারিয়ার নিয়ে কী করবে, কী হবে, কীভাবে হবে, কেন হচ্ছে না-ইত্যাদিই মূলত প্রধান উদ্বেগের কারণ। তাদের সাথে আলাপচারিতায় বেরিয়ে আসে তাদের ক্যারিয়ারের লক্ষ্য কী। জীবনের লক্ষ্যই বা কী।