ইশ! দিনটা যদি আরেকটু বড় হত! একটা দিন ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হলে কত ভালো হত! সময় নিয়ে এমন আক্ষেপ কমবেশি আমাদের সবারই। সারাদিন কাজ করার পরও প্রায়ই অনেকগুলো কাজ বাকি রয়ে যায়। আপনি সময়কে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু সময়কে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে তো অবশ্যই পারবেন!
দিনকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, তবে সময়কে আরো দক্ষতার সাথে ব্যবহার করার ক্ষমতা আমাদের আছে।