ধন্যবাদ যারা অ্যাপ টি তে বিশেষ ভাবে আগ্রহ প্রকাশ করেছেন।বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলিত ক্ষুদ্র ব্যবসা আইডিয়া নিয়ে আমাদের আজকের বাংলা এই অ্যাপ।স্বাবলম্বী হওয়া ছেলে মেয়ে যে কারও জন্য অত্যন্ত অপরিহার্য্য। যে কেউ ঘরে বসে আজকাল নিজের সময় টুকু কে কাজে লাগিয়ে হয়ে যেতে পারেন সফল উদ্যোক্তা। আমাদের অ্যাপ টির মূল বিষয় বস্তু হচ্ছে বিনা পুজিতে লাভজনক ব্যবসা যেখানে পাচ্ছেন পাইকারি ব্যবসার আইডিয়া সহ কৃষি ব্যবসা আইডিয়া,ব্যতিক্রম ব্যবসা বা চাকরির পাশাপাশি ব্যবসা।ব্যবসা করার কৌশল ও সকল পদ্ধতি জানতে চাইলে অ্যাপ টি থেকে ধারণা নিন। কেননা মাঝারি ব্যবসা লাভজনক ব্যবসার ধারণা ও মাঝারি ব্যবসার আইডিয়া বা বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা। এ সকল লাভজনক ব্যবসার ধারণা নিয়ে ও স্মার্ট বিজনেস আইডিয়া পাচ্ছেন এখানে। এছাড়া ছোট বিজনেস আইডিয়া ও নিউ বিজনেস আইডিয়া পেতে অ্যাপ টির বিকল্প নেই।
Thank you very much to get attention in this bangla learning app.You can get all business ideas and plans for small business at home.