সাধারণ জ্ঞান বিশ্ব সম্পর্কে ~ Bangla GK একটি শিক্ষামূলক অ্যাপলিকেশন। সাধারণ জ্ঞানে দূর্বল হলে বা সাধারণ জ্ঞানে চর্চাকে অবহেলা করলে জীবনে কতটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় শুধু মাত্র তারাই বুঝতে পারবে যারা চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুঁটছেন। কথায় আছে ‘’সাধারণ নয় , সাধারণ জ্ঞান ’’ অর্থাৎ নাম সাধারণ হলেও বিষয়টি মোটেও সাধারণ নয়। আমরা যদি বিগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২০-২১ পরীক্ষা যেমন: ঢাবি প্রশ্নব্যাংক, জাবি প্রশ্নব্যাংক, চবি প্রশ্নব্যাংক ও সকল বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক গুলো দেখি তাহলে দেখেতে পাবো যে সাধারণ জ্ঞান প্রশ্নই অনেক বেশি।
সাধারণ জ্ঞান শুধু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য নয় সরকারি , বেসরকারি সব ধরনের চারকির জন্য দরকার। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাধারণ জ্ঞান চর্চাকে আরও সহজ করতে আপনাদের জন্য সাধারণ জ্ঞানের ভান্ডার - আজকের বিশ্ব অ্যাপটি নিয়ে আসা। কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৮ ও
কারেন্ট ওয়াল্ড ২০১৮ এই দুইটির সাধারণ জ্ঞান প্রশ্ন গুলোও খুবই গুরুত্বপূর্ণ সে জন্য এগুলোর সাধারণ জ্ঞান গুলো তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক সব বিষয় নিয়ে তৈরি করা আমাদের এই মোবাইল অ্যাপ। যা যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সকল শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। এসএসসি, এইচএসসি, বিসিএস , ভার্সিটি ভর্তি পরিক্ষাসহ যাবতীয় পরীক্ষার উপযোগী করে তৈরি আমাদের এই সাধারণ জ্ঞান বা চলতি বিশ্ব সাধারন জ্ঞান IQ অ্যাপ্লিকেশনটি।
আমাদের এই অ্যাপটিতে এক হাজারের ও বেশি তথ্য দেওয়া হয়েছে। অ্যাপটিতে প্রতিটি দেশ, মহাদেশ, সাগর, মহাসাগর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছারাও প্রত্যেকটি দেশর মুদ্রার নাম, রাষ্ট্রের নাম, রাজধানীর নাম, আয়তন, জনসংখ্যা এবং ভাষা দেওয়া হয়েছে। এই অ্যাপটিতে--
এছাড়া পৃথিবীর ক্ষুদ্রতম ও বৃহত্তম যা কিছু রয়েছে এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি আমাদের এই অ্যাপটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল ছাত্র-ছাত্রীদের উপকারে আসবে। এছাড়া পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে এত দেশ থেকে আপনি যেন সহজে বের করতে পারেন কোন দেশের মুদ্রার নাম ও ভাষা কি। এর জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। যাতে আপনারে সহজেই মূল্যবান তথ্যটি খুজে বের করতে পারেন। তাই আর অপেক্ষা না করে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০১৮ - General Knowledge অ্যাপটি আজই ডাউনলোড করুন।
অ্যাপেটিতে আপনাদের জন্য যে সব বিষয় গুলো থাকছে---
➢ সাধারণ জ্ঞাণ -০১ থেকে ০৪
➢ বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব-০১ থেকে ০৩
➢ দেশ পরিচিতি পর্ব-০১ থেকে ০৬
➢ মহাদেশ সম্পর্কে আলোচনা
➢ বিমসটেক, সার্ক, আসিয়ান
➢ এপেক, জি-৭৭, সিরডাপ, ডি-৮, জি-৮
আমাদের এই চলতি বিশ্ব সাধারন জ্ঞান প্রশ্নোত্তর sadharon gan অ্যাপটি ভাল লাগলে ৫★ দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করুন। আমাদের এই অ্যাপেটির ডাউনলোড লিংক --
https://play.google.com/store/apps/details?id=com.bangla.geneal_knowledge