আমরা মোনাজাতে যা বলি তার বাংলা অর্থ জানার একটা ইচ্ছা ছিল ,আজ যতটুকু জানলাম তাই লিখলাম
দোয়া বা মোনাজাতের পূর্বে দরুদে ইব্রাহিম পড়া উত্তম।
এক হাদীসে বর্নিত আছে, আল্লাহতায়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারিত আছেন যখন কোন ব্যাক্তি ৩ বার “ ইয়া আর হামার রাহেমিন ” ( হে সকল দয়াশীলদের চেয়ে বড় দয়াশীল) তখন উক্ত ফেরেশতা ঐ ব্যাক্তিকে বলেন, নিশ্চয়ই সবচেয়ে বড় দয়াশীল তোমার প্রতি মনযোগী আছেন, এখন তুমি যা ইচ্ছা তাই চাও(তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে)
এরপর আল্লাহতায়ালার গুনবাচক নামগুলো বলা যেতে পারে এবং সেভাবে চাওয়া যেতে পারে
আউজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহেলিন। (আমি আল্লাহতায়ালার নিকট মূর্খের ন্যায় দোয়া করা থেকে আশ্রয় প্রার্থনা করছি।)