মহান আল্লাহর সৃষ্টি সত্যিই বিস্ময়কর। এই যে সৌরম-ল, যার এক কোণে আমাদের পৃথিবী পড়ে আছে। তা কতই না বিশাল, কতই না বৈচিত্র্যময় ও শৃঙ্খলাপূর্ণ। আল্লাহপাক তার রাজ্য পরিচালনার জন্য যে সংবিধান পাঠিয়েছেন তাকে তিনি শরিয়ত বা কার্যপদ্ধতি নাম দিয়েছেন।
হযরত মালিক বিন আনাস (রঃ) বর্ণনা করেন যে, “হযরত রসূলে করিম (সঃ) ফরমায়েছেন যে, আমাদের জন্য ৪০ জন ওলী আছেন। এঁদের মধ্যে ১২ জন সিরিয়ায় এবং ১৮ জন ইরাকে রয়েছেন”।