এই বসন্তে( বাংলা উপন্যাস )
কাহিনী এর মুল চরিত্র জহুর আলি। খুন এর মামলায় ছয় বছর তিন মাস পর সে ছাড়া পেয়ে বাড়ির দিকে যাচ্ছে এক বসন্ত কালে। এখান থেকেই কাহিনী শুরু।জহুর আলীর দুলাভাই দবির মিয়া। ব্যবসায়ী নীলগঞ্জে। ছাড়া পাওয়ার পর সে নীলগঞ্জে তার এই দুলাভাই য়ের কাছেই ফেরত গেলো। যদিও তার আপন বোন মারা গিয়েছে। কিন্তু তার বোনের সন্তান রা তাকে পছন্দ করে।এম্নকি দবির মিয়া এর দ্বিতীয় বউ ও তাকে ভাইয়ের মতো দেখে। জহুর আলী খুনের মামলা থেকে ছাড়া পাওয়াও নীলগঞ্জের সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্য কাজ করে। সবাই হালকা ভয়ের চোখে দেখতে থাকে তাকে। এখানেই দবির মিয়া এর চিন্যাতার সুত্নার থেকে জানা যায় জহুর বদি নামে একজন কে খুন এর দায়ে জেলে যায়। বদিকে জহুর আলী ভাই য়ের মতো দেখতো। তাকে কেন সে খুন করবে... এর মধ্যে পুলিশ দবির মিয়া কে বলে ছোট চৌধুরী নামে একজনের সাথে দেখা করতে। যার কাছে নীলগঞ্জের সমস্ত ক্ষমতা কুক্ষিগত।...যাই হোক কাহিনী বর্তমানে চলে আসে। জহুর আলী ছাড়া পাওয়ার পর ছোট চৌধুরীর সাথে দেখা করতে যায়। এবং এর পড়েই দবির মিয়ার দোকানে চুরি হয়। পুলিশ এসে দোকানের নাইট গার্ডকে ধরে নিয়ে যায়। এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নাইটগারড মারা যায়।এদিকে দবির মিয়া এর মেয়ে টুনিকে গান শিখায় সাইফুল ইসলাম নামে এক ছেলে সে থানার পাশ দিয়ে রাতের বেলা যাওয়ার সময় নাইট গার্ডর এর মৃত্যু এর পুরবে দেয়া চিৎকার শুনে ফেলে।
বিস্তারিত দেখুন আমাদের এই অ্যাপ এ ।
এই বসন্তে( বাংলা উপন্যাস )
আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশন টা অনেক ভাল লাগবে , আর যদি কোন ভুলত্রুটি থাকে তাহলে দয়া করে অবশ্যই জানাবেন,যেন পরবর্তীতে সংশোধন করতে পারি ।
ধন্যবাদ ।
Rosni apps