〉〉〉〉 জনপ্রিয় হাসন রাজার গান 〈〈〈〈
বাউলা কে বানাইলো রে
মাটিরও পিঞ্জিরার মাঝে
কানাই তুমি খেইর খেলাও কেনে
নেশা লাগিলো রে
লোকে বলে বলে রে
হাসন রাজায় কয়
আগুন লাগাইয়া দিলো কনে
ছাড়িলাম হাসনের নাউ রে
সোনা বন্ধে আমারে
হাসন রাজা রে
একদিন তোর হইবো রে মরণ
জ্বালাইলো কে পিরিতের আগুন
আমি না লইলাম আল্লাজ্বীর নাম রে
সোনালী বন্ধু’রে
রূপ দেখিলাম রে
আখি মুঞ্জিয়া দেখো রূপ রে
বিকাইলেনি ঐ বন্ধে কিনে
বন্ধে নাঁচে’রে
পিরিতি কইরাছে দিউয়ানা
প্রেমের আগুন লাগলো’রে
প্রেমের মানুষ নয় যারা