শিশুকাল থেকেই আমরা সুপারপাওয়ার অর্জনের স্বপ্ন দেখি, এর মধ্যে সবচেয়ে মজার পাওয়ারটা হলো অন্যের মনের কথা পড়ার ক্ষমতা। কিছু মানুষ জন্মগতভাবেই এটা পায় আর কিছু মানুষ এটা অর্জনের কৌশলগুলো রপ্ত করে নেয়। বাকীরা মানুষের অঙ্গভঙ্গি দেখেই তা বোঝার চেষ্টা করে।
যোগাযোগের ক্ষেত্রে মানুষ অর্ধেক কথাই বলে অঙ্গভঙ্গির মাধ্যমে। অস্ট্রেলিয়ার একজন শরীরী ভাষাবিদ এই বিষয়টা নিয়ে লেখেন। অন্যকে নকল করা, অঙ্গভঙ্গি এবং শরীরের অন্য নড়াচড়া থেকেই মানুষের মনের আসল কথা জানা যায়। এসব ব্যাপার গুলো মাথায় রেখেই আমাদের এবারের এই এপস টি।