আত্মবিশ্বাসী পুরুষের প্রথম এবং একমাত্র পছন্দ স্যুট। স্যুট এমন পোশাক যে আপনি অফিস–মিটিং–অনুষ্ঠান এমনকি শপিং যেতেও পরতে পারেন। শীতে কাঁপছেন কিংবা গরমে ঘামছেন আর না হলে বসন্তের মৃদুমন্দ বাতাসে ভেসে যাচ্ছেন সব সময় বিভিন্ন ভাবে আপনি স্যুট পরতে পারেন। এখন কথা হচ্ছে, এত ডাইভার্স অথচ সাধারণ একটি পোশাক কি আদৌ আলাদা করবে আপনাকে সবার থেকে? ইংরেজিতে একটি প্রবাদ আছে, “ঠিকভাবে দর্জি দিয়ে বানানো স্যুট মেয়েদের জন্য আর সুন্দর নাইট গাউন পুরুষের জন্য”। অর্থাৎ সুন্দরভাবে বানানো স্যুট নারীদের পছন্দ আর নাইট গাউন ছেলেদের পছন্দ। বিভিন্ন গবেষণা এবং সমীক্ষায় বার বার উঠে এসেছে স্যুট সব নারীর প্রথম পছন্দ।এখন এত সাধারণ কিন্তু অসাধারণ একটি পোশাকের ড্রেস কোড কি এতই সোজা? উত্তর না! সঠিকভাবে স্যুট পরার মানে প্রতিটি কোণায় কোণায় সঠিক মনোযোগ এবং সঠিক বিনিয়োগ। আমরা সবাই স্যুট অথবা স্যুটের জ্যাকেটের সাথে পরিচিত। তবে ক’জনই জানেন এর সঠিক ড্রেস কোড বা ঠিক ভাবে পরার নিয়ম। তাই আজ নিয়ে এলাম স্যুট পরার ২৭ টি পরীক্ষিত ড্রেস কোড।