SelfChecker-
অ্যাপটির সক্ষমতাঃ
এই অ্যাপটি আপনার প্রদত্ত তথ্যসমূহ থেকে কেবলমাত্র এটা যাচাই করে যে আপনার শরীরে প্রাপ্ত লক্ষণসমূহ ভাইরাসের ললহ্মণসমূহের সাথে কতটা মিলে। যদি বেশি মিলে যায় তাহলে অবশ্যই শরীরে ভাইরাস থাকার সম্ভবনা বেশি। আপনার শরীরে করোনা ভাইরাস আছে কি না তা আপনি এই অ্যাপ থেকে নির্নয় করতে পারবেন না তবে এটা জানতে পারবেন যে আপনি করোনা ভাইরাস আক্রান্ত হবার কতটা ঝুঁকিতে আছেন।
এই অ্যাপটি অবশ্যই ভাইরাসের উপস্থির ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না
কেন ব্যবহার করবেনঃ
যদিও অ্যাপটি করোনা ভাইরাসের উপস্থিতি বিশুদ্ধভাবে নির্ণয় করতে পারে না তবুও এটা এইটা বলতে পারে যে আপনার শরীরে বর্তমান অবস্থা অনুযায়ী আপনি কতটা ঝুকিতে আছেন। পাশাপাশি জরুরী আম্বুলেন্স, হাসপাতাল সমূহের তথ্য এবং জরুরী অক্সিজেন সম্পর্কে জানতে পারবেন।