মাতৃভাষা মানে মায়ের ভাষা, অথবা এমন কোন ভাষা যা তার বিকাশের জন্য মায়ের মতই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে নিজের মাতৃভাষা লেখার জন্য "মাতৃভাষা কীবোর্ড" তৈরি করা হয়েছে। মাতৃভাষা কীবোর্ড অ্যাপটি ব্যাবহার করে আপনারা খুব দুরুত্ব এবং কোন সমস্যা ছাড়া লিখতে পারবেন। মাতৃভাষা কীবোর্ড ব্যাবহার করতে হলে প্রথমে সিস্টেম সেটিং থেকে চালু করতে হবে তারপরে সেটিং থেকে ডিফল্ট কীবোর্ড হিসেবে সুইচ করাতে হবে। মাতৃভাষা কীবোর্ড আপনার লেখা কোনকিছু সংগ্রহ করে না। সিস্টেম সেটিং থেকে মাতৃভাষা কীবোর্ড চালু করার সময় আপনি যে ওয়ার্নিংটি দেখতে পান তা এন্ড্রয়েড সিস্টেম থেকে সকল তৃতীয় পক্ষ কীবোর্ডের ক্ষেত্রেই দেখানো হয়। মাতৃভাষা কীবোর্ড অ্যাপ থেকে আপনার লেখা কোন কিছু কখনো আপনার ডিভাইসের বাহিরে যায় না। এমনকি আপনার গোপন তথ্য যেমনঃ পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য কখনো আপনার ডিভাইসেও সংরক্ষন করা হয় না। তাই সম্পূর্ণ নিরাপদ থাকতে সব সময় মাতৃভাষা কীবোর্ড প্লেস্টোর থেকে ইন্সটল করুন।
Mother tongue means mother's language, or any language that is as important to her development as mother. So "mother tongue keyboard" is made to write your mother tongue very easily. By using the mother tongue keyboard app you can write very easily and without any problem. To use native keyboard first enable from system settings then switch as default keyboard from settings. Native Keyboard does not collect anything you type. The warning you see when enabling the native language keyboard from system settings is the same for all third-party keyboards from the Android system. Nothing you write from Matrubhasa Keyboard app ever leaves your device. Even your confidential information such as passwords or credit card information is never stored on your device. So always install mother tongue keyboard from playstore to be completely safe.