চন্দ্রগুপ্তের রাজনৈতিক পরামর্শদাতা এই ইতিহাসপ্রসিদ্ধ ব্যক্তি, চাণক্য সাধারণ মানুষকে ধর্মপথে রাখতে, কর্তব্যকর্মে অবিচল রাখার উদ্দেশ্যে এবং সমাজকল্যাণের সদিচ্ছায় ৬০০০ শ্লোক সংবলিত “ বৃদ্ধ চাণক্য “ নামে একটি নীতি গ্রন্থ রচনা করেছিলেন । কিন্তু বর্তমানে সেগুলির বেশি ভাগই লুপ্তপ্রায় । সেই শ্লোক সাগর থেকে তুলে আনা কিছু মাণিক্য যা আজও আমাদের পথপ্রদর্শক হিসাবে পরিচিত ।