রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলার দিকপাল কবি একাধারে যেমন ছিলেন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, অন্যধিকে তেমনি ছিলেন চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তিনি গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সংগীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী আবির্ভাব হানেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নোবেল ফাউন্ডেশন তাঁর এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি "গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ" রূপে। রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।মাত্র আট বছর বয়সে তিনি প্রথম কাব্যরচনায় প্রবৃত্ত হন। ১৮৭৭ সালে মাত্র ষোলো বছর বয়সে "ভানুসিংহ" ছদ্মনামে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। রচনা করেন প্রথম ছোটোগল্প ও নাটকও। রবীন্দ্রনাথ ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর মতাদর্শ প্রতিফলিত হয়েছে তাঁর বিচিত্র ও বিপুল সৃষ্টিকর্ম এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতীর মধ্য দিয়ে। বঙ্গীয় শিল্পের আধুনিকীকরণে তিনি ধ্রুপদি ভারতীয় রূপকল্পের দূরুহতা ও কঠোরতাকে বর্জন করেন। নানান রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়কে উপজীব্য করে রচিত হয়েছে তাঁর উপন্যাস, ছোটোগল্প, সংগীত, নৃত্যনাট্য, পত্রসাহিত্য ও প্রবন্ধসমূহ। তাঁর বহুপরিচিত গ্রন্থগুলির অন্যতম হল গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে, রক্তকরবী, শেষের কবিতা ইত্যাদি। রবীন্দ্রনাথের কাব্য, ছোটোগল্প ও উপন্যাস গীতিধর্মিতা, সহজবোধ্যতা, ধ্যানগম্ভীর প্রকৃতিবাদ ও দার্শনিক চিন্তাধারার জন্য প্রসিদ্ধ। তাঁর রচিত গান আমার সোনার বাংলা ও জনগণমন-অধিনায়ক জয় হে যথাক্রমে বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের জাতীয় সংগীত।
"গল্পগুচ্ছ" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য রচনা। আমরা এই অ্যাপে তা তুলে ধরলাম। এটি "বং লাইব্রেরি" কর্তৃক তৈরি করা হয়েছে।
এই অ্যাপে মোট ২৫ টি গল্প সংকলন করা হয়েছে।
গল্প গুলি:
১. দান প্রতিদান
২. দালিয়া
৩. দিদি
৪. দেনাপাওনা
৫. দর্পহরন
৬. জীবিত ও মৃত
৭. যঞ্জেশ্বরের যঞ্জ
৮. দুরাশা
৯. দুর্বুদ্ধি
১০. নামঞ্জুর গল্প
১১. নিশীথে
১২. পোস্ট মাস্টার
১৩. পুত্র যঞ্জ
১৪. প্রগতিসংহার
১৫. প্রায়শ্চিত্ত
১৬. প্রতিবেশিনী
১৭. ফেল
১৮. বিচারক
১৯. বোষ্টমী
২০. ব্যাবধান
২১. বদনাম
২২. বলাই
২৩. মুক্তির উপায়
২৪. মানভঞ্জন
২৫. মাল্যদান
॥রবিন্দ্র গল্পগুচ্ছ এর প্রথম পর্ব: https://play.google.com/store/apps/details?id=com.bonglibrary.chotogolpo1rt
তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি উপলোড করা হইবে॥
আমাদের অরও কিছু অ্যাপ: https://play.google.com/store/search?q=bonglibrary&c=apps