বেশির ভাগই বলবেন, স্বামী যদি আমার কথা একটু শুনত! আক্ষেপ এতটাই যে, সে কথা রেল, বাস, ট্রাম কোথাও চাপা থাকে না। মহিলাদের না কি সব আড্ডাই শেষ হয় এই বিষয়ে গিয়ে। কিন্তু আক্ষেপ করলেই চলবে। সংসার বড় জটিল। শুধু শাসন করে গিন্নীপনা ফলিয়েছেন কি পা পিছলে পড়বেন। খুব হিসেব কষে চলতে হবে বৈকি।
স্বামীকে নিজের কন্ট্রোলে রাখা মানেই নেতিবাচক চিন্তা ভাবনা নয়। সংসারের মঙ্গলের জন্য কখনও এরকম ভাবনা রাখতেই হয়। বৈবাহিক জীবন বা পরিবারের ভালোর জন্য যদি কিছু করার দরকার হয় তবে তা মোটেও ভুল না।
তাই আমারা এই এপস এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো কি ভাবে আপনারা আপনাদের স্বামীদের নিয়ন্ত্রন করবেন।
*****ধন্যবাদ*****