আসসালামু আলাইকুম,
Bukhari Sharif Bangla - বুখারী শরীফ বাংলা অ্যাপ টি তে স্বাগতম জানাচ্ছি।
বুখারী শরীফ বাংলা সম্পূর্ন, এটি হচ্ছে পবিত্র বিশদ্ধতম হাদিস সংকলন। বুখারী শরীফ ২১৭ হিজরী সালে ইমাম বুখারী (রঃ) এর সংকলনের কাজ শুরু করেন এবং দীর্ঘ ১৬ বছর পর ২৩৩ হিজরী সনে বুখারি শরীফ সম্পূর্ন খন্ড রচিত হয় । আল্লাহ তালার অশেষ রহমতের দ্বারা আজ সহীহ বুখারি শরীফ বাংলায় সম্পূর্ন খন্ড প্রকাশ করার সুযোগ হয়েছে। আমার সহীহ বুখারী শরীফ অ্যাপটিতে ৭০৫৩ টি সহিহ বুখারি শরীফের বাংলা হাদিস রয়েছে।