যা জানা জরুরীঃ
১। ফটো কনটেস্ট একটি এ্যাপ ভিত্তিক গেম যার মাধ্যমে সবাই ফটো কনটেস্ট এর জন্য আবেদন করতে পারবে।
২ । কনটেস্ট এ অংশগ্রহনকারীর মধ্য যে বেশী ভোট পাবে তাকে বিজয়ী হিসেবে ঘোষনা করা হবে ।
৩ । প্রতিটি কনটেস্ট এ বিজয়ীর জন্য থাকছে ফটো কনটেস্ট এ্যাপ এর পক্ষ থেকে আকষর্নীয় গিফট
৪। ফটো কনটেস্ট এ অংশগ্রহন করার জন্য অব্যশই আপনাকে রেজিস্টেশন করে লগ ইন করতে হবে এবং এ্যাপ এর জয়েন কনটেস্ট ফর্ম গিয়ে আপনাকে আপনার কনটেস্ট ছবি,নাম এবং রিচার্জ নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।
৫। কনটেস্ট ক্যান্ডিডেট এ্যাডমিন সিলেক্ট করবে,কনটেস্ট এর ফিক্সড টাইম থাকবে এই টাইম এর মধ্যই কনটেস্ট সম্পন্ন হবে।
৬। একটি ইউজার একাধিক ভোট কাস্ট করতে পারবে। তবে অব্যশই এ্যাপ এ লগ অবস্থায় থাকতে হবে।
৭। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন এ জন্যও আপনাকে অব্যশই এ্যাপ এ লগ ইন থাকতে হবে।
৮। কনটেস্ট শেষ এ উইনার এর কাছে পৌছে দেওয়া হবে আকর্ষনীয় গিফট টি এবং গ্রুপ এ পোষ্ট করে সব সময় আপডেট জানিয়ে দেওয়া হবে।
৯। প্রতিটি কনটেস্ট শুরু,সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা এ্যাডমিন সংরক্ষন করে।
If you don't want that we use your problem then you can email us at
[email protected]. We will fixed within 48 hours