আসসালামু আলাইকুম সম্মানিত সকল দ্বীনি ভাই ও বোনেরা। নামায/সালাত এমন একটি নেয়ামত যা সরাসরি আল্লাহ্ সুবহানুতাআলাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে সকল উম্মাহ এর জন্য ফরজ করেছেন। ইমানের পরই নামায ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং এর গুরুত্ত সম্পরকে কুরানে ৮৩ বার উল্লেখ করা হয়েছে। সুতরাং একজন মুসলিম নর-নারীর জন্য নামায/সালাত আদায় করা অত্যাবশ্যকীয়। তাই প্রত্যেকেরই নামায আদায়ের সহিহ ও সঠিক নিয়ম জেনে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম।
এই লক্ষেই প্রতিটি নামাযের পদ্ধতি প্রামানিক ভাবে নামায শিক্ষা বিশ্লেষণ করার পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে অনেক গুরুত্বপূর্ণ দোয়া সমূহ ও আমল আরবি-বাংলা অর্থ ও উচ্চারন সহ লিপিবদ্ধ করা হয়েছে। এই বাংলা অ্যাপটিতে সহজেই নামাজ শিক্ষা বই এর যাবতীয় বিষয়াদি তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ বিজ্ঞ্যাপন মুক্ত এবং সহজ বাংলায় সহিহ হাদিস অবলম্বনে এই অ্যাপটি ফ্রি ডাউনলোড এবং অফলাইন ব্যবহারের সুবিধা নিশ্চয়তা দিচ্ছে। মুসলিম উম্মাহের জন্য ফরজ ও অত্যাবশ্যকীয় নামায/সালাত পবিত্রতার মাধ্যমে সহিহ শুদ্ধ্য আলোকে সহজ-সাবলীল উপস্থাপনাই এই অ্যাপের প্রধান লক্ষ্য। একমাত্র প্রশংসার অধিকারী ও সৃষ্টিকর্তা মহান আল্লাহ (সুবহ.) সকলকে সঠিক ইবাদত পালনের তাওফিক দান করুক।
বিঃ দ্রঃ আমাদের এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কেউ যদি উপকৃত হন তাহলে আমাদের এই অ্যাপ তৈরির লক্ষ্য সার্থক হবে। দয়া করে ফিডব্যাক এবং রেটিং দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং এই অ্যাপ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ অভিমত আমাদের একান্ত কাম্য।
আপটির মাধ্যমে যা জানতে পারবেনঃ
১। পবিত্রতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা
২। ওজু করার নিয়ম
৩।ওজুর যিক্র
৪।মসজিদে যাওায়ার সময় পড়ার দো’আ এবং বাংলা অর্থ
৫।মসজিদে প্রবেশের দো’আ বাংলা অর্থ সহ
৬।আযানের যিক্র সমূহ
৭।নামাযের/ সালাতের পাঁচ ওয়াক্ত ও রাকাত সংখ্যা ( নামাজের ওয়াক্ত ও বিভিন্ন ওয়াক্তের রাকাতসমূহের বিস্তারিত আলোচনা )
৮।নামায/ সালাত আদায় করার নিয়ম
৯। ফরজ, সুন্নত, বিতর, জুমাআর সহ বিভিন্ন নামাজ আদায়ের সম্পূর্ণ নিয়ম
১০।নামায/ সালাতের দো’আ ও যিক্র সমূহ বাংলা অর্থসহ
১১।মসজিদ থেকে বের হওয়ার দো’আ
১২।সালাতের/ নামাযের পঠিত সূরা আরবি-অর্থসহ
১৩। সূরা ফাতিহা এবং শেষ ১০ সূরা
১৪।কোনো অ্যাড নেই!
আল্লাহপাক বলেন,
'হে নবী! আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদের বলুন, নামাজ কায়েম করতে'। (সূরা ইবরাহিম, আয়াত-৩১)।
অন্যত্র আল্লাহ রাব্বল আলামীন বলেন,
'তােমরা লােকদের সঙ্গে উত্তমভাবে কথা বলবে এবং নামাজ আদায় করবে। (সূরা বাকারাহ, আয়াত-৮৩)।
অন্যত্রআল্লাহ ইরশাদ করেন,
তুমি বলে দাও, আমার রব। ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন। তােমরা প্রত্যেক নামাজের সময় তােমাদের মুখমণ্ডল স্থির রেখ। (সূরা আরাফ, আয়াত-২৯)।
অন্যত্র বলেন, 'অতএব, আল্লাহকে সিজদা কর এবং তার ইবাদত কর।' (সূরা নাস্ম, আয়াত-৬২)।
সূরা বাকারার শুরুতে আল্লাহতায়ালা মুত্তাকীদের পরিচয় দিতে ইরশাদ করেন,
'যারা অদৃশ্যের বিষয়গুলােতে ইমান আনে এবং নামাজ কায়েম।' (সূরা বাকারাহ, আয়াত-৩)। আল্লাহতায়ালা নামাজের উপকার সম্পর্কে ইরশাদ করেন, এবং নামাজের পাবন্দি কর দিনের দুপ্রান্তে ও রাতের কিছু অংশে। নিঃসন্দেহে সৎ কাজসমূহ অসৎ কাজসমূহকে মিটিয়ে দেয়।' (সূরা হূদ, আয়াত-১১৪)।
নামাজের ব্যাপক কল্যাণসমূহের উল্লেখযােগ্য একটি হলাে নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্দুল আলামীন ইরশাদ করেন,
নামাজের পাবন্দি কর। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবুত, আয়াত-৪৫)।