গোলাপের পাপড়ি একটা একটা করে ছিঁড়ে বলা হচ্ছে, সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না। অনেক সময় কাছের মানুষ বা ভালোবাসা হয়তো আশপাশেই থাকে, কিন্তু বুঝতে পারি না। মনের মানুষটি লাজুক প্রকৃতির হলে তিনি আপনার ওপর ক্রাশ খেয়েছেন কি না, সেটা বোঝা আরও দুষ্কর। তবে চোখ সেই সমাধান করে দিতে পারে, হিউম্যান কমিউনিকেশন রিসার্চ জার্নালে তেমনটি বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের যোগাযোগ বিভাগের অধ্যাপক জন এ কোর্টরাইট জনপ্রিয় এই জার্নাল সম্পাদনা করেন। এর একটি বিশেষ প্রতিবেদনে আছে, কোনো মানুষের চোখের ভাষা
তবে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর সহায়তায় আপনি সহজেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ভালোবাসা।
তাই এই এপস এর মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি কি ভাবে আপনার ক্রাশকে আপনি মনের কথা কলেদিতে পারেন।
****ধন্যবাদ****