বইয়ের নাম: গোসলের পদ্ধতি (হানাফী)
লেখক : মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো ! আমাদের পূর্ববর্তী বুযুর্গরা তাদেঁর নফসের ধোকাঁবাজীকে দমন করার জন্য কত বড় বড় কষ্ট সহ্য করেছিলেন। উপরোক্ত বর্ণিত ঘটনা থেকে সে সকল ইসলামী ভাইদের শিক্ষা গ্রহণ করা উচিত, যারা রাতে স্বপ্নদোষ হওয়ার পর পরকালের ভয়ানক লজ্জাকে ভুলে গিয়ে শুধুমাত্র পারিবারের সদস্যদের লজ্জায় বা অলসতার কারণে গোসল থেকে বিরত থেকে।
আমরা গোসলের জন্য ফজরের ফরয নামাজ টা কাজা করে ফেলি।
মুখে উচ্চারণ না করে প্রথমে মনে মনে এভাবে নিয়্যত করুন, আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। তারপর উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করুন। তারপর ইস্তিনজার স্থান যদিও নাপাকী থাকুক বা না থাকুক, তারপর শরীরের কোথাও নাপাকী থাকবে তা দূরীভুত করুন। অতঃপর নামাযের অযুর মত অযু করুন। কিন্তু পা ধৌত করবেন না।
তবে চৌকি ইত্যাদির উপর গোসল করলে পাও ধুয়ে নিন। অতঃপর শরীরে তৈলের ন্যায় পানি মালিশ করুন বিশেষ করে শীতকালে। (এই সময় শরীরে সাবানও মালিশ করতে পারবেন অতঃপর তিনবার ডান কাধেঁ তিনবার বাম কাধেঁ এবং তিনবার মাথা ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করুন। আরো জানতে বইটি ডাউনলোড করুন।
গোসলের ফরয তিনটি
(১) কুলি করা, (২) নাকে পানি দেয়া, (৩) সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। (ফতোওয়ায়ে আলমগিরী, ১ম খন্ড, ১৩ পৃষ্ঠা)