উনিশ শতকের ভারতীয় আইনজ্ঞ, সমাজসংস্কারক ও লেখক সৈয়দ আমির আলী (১৮৪৯-১৯২৮)।
জন্ম ব্রিটিশ ভারতের ওড়িশার কটকে। জন্মের পর তাঁর পরিবার তাঁকে নিয়ে কলকাতায় চলে যান।
প্রথমে তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। পরে কলকাতা মাদ্রাসা ও হুগলি মাদ্রাসায় পড়েছেন।
১৮৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে এমএ পাস করেন।
১৮৬৯ সালে এলএলবি শেষ করে সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে পড়তে যান। পেশাগত জীবনে তিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হয়েছিলেন।
সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।
উনিশ শতকের আশির দশকে ছিলেন ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা।
ইসলামের ইতিহাস নিয়ে লিখেছেন বেশ কয়েকটি বই। তাঁর বিখ্যাত বইটি হলো ‘দ্যা স্পিরিট অব ইসলাম’(The Spirit of Islam)। এ বইটিই ভারতে মুসলিম আইন প্রবর্তন করার পেছনে ভূমিকা পালন করে।