টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র। টেনিদার প্রকৃত নাম ভজহরি মুখার্জি। পটলডাঙার আশেপাশে বসবাসরত চার তরুণ ছেলেদের একটি দলের নেতা টেনিদা।  টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। সাত বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন টেনিদা। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁড়া লম্বা নাকের জন্যে এবং   গড়ের মাঠে গোরা পেটানোর জন্যে। টেনিদার বিখ্যাত সংলাপ বা ডায়লোগ হল, "ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক"। টেনিদা সম্বন্ধে গল্পকথক প্যালারাম বলেছেন, "টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না। যেমন চওড়া বুক - তেমনি চওড়া মন।পাড়ার কারও বিপদ-আপদ হলে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহুর্তের জন্য তার ক্লান্তি নেই - মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন। আর গল্পের রাজা। এর মত গল্প বলতে কেউ পারে না।  
টেনিদা দুই ধরনের গল্প বলে (১) টেনিদা তার তথাকথিত বীরত্বের বানানো গল্প বর্ণনা করেন।(২) টেনিদা ও প্যালা বা চার তরুণ দলের অত্যধিক উল্লসিত অ্যাডভেঞ্চারের আকর্ষণীয় এবং শেষে রহস্যময় পরিস্থিতি মাধ্যমে সমাধানের গল্প বর্ণনা। 
আমাদের এই অ্যাপে টেনিদার সমস্ত গল্প পাবেন।  
এটি টেনিদার কোন অফিসিয়াল অ্যাপ না।  
গল্পগুলো ভালো লাগলে ৫ স্টার দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।  
ধন্যবাদ